নরসিংদী কারাগার থেকে লুট হওয়া আরও ৩টি অস্ত্র উদ্ধার

অস্ত্রপ্রতীকী ছবি: রয়টার্স

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া আরও তিনটি অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত সোমবার রাজধানীর আফতাবনগর এলাকা থেকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অস্ত্র তিনটি উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নরসিংদীর পুলিশ অফিসার (এসপি) আবদুল হান্নান জানান, কারাগার থেকে মোট ৮৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত তাঁদের হাতে পৌঁছেছে ৫৩টি। ঢাকা থেকে উদ্ধার অস্ত্রগুলো তাঁদের হাতে পৌঁছালে উদ্ধার অস্ত্রের সংখ্যা দাঁড়াবে ৫৬।

গত ২৩ জুলাই বিকেল সোয়া পাঁচটার দিকে দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যায়। এ সময় কারাগারে থাকা ৮২৬ জন বন্দী পালিয়ে যান। পরে তাঁদের অনেকে আত্মসমর্পণ করেন।