রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতির মাথায় হিজাবের ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথা ঢেকে দেওয়া হয় কালো হিজাব দিয়েফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় হিজাব পরানোর ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী করণীয় নিয়ে মতামত ও সুপারিশ দিতেও বলা হয়েছে কমিটিকে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের কমিটিতে আরও আছেন সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, মুহাম্মদ রফিকুল ইসলাম, এ কে এম নূর আলম সিদ্দিকী ও শান্টু বড়ুয়া।

উল্লেখ্য, গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় কে বা কারা হিজাব পরায়। তা জানাজানি হওয়ার পর তা খুলে ফেলা হয়।

আরও পড়ুন