রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর রাত ১২টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।