ডেমরায় ব্যাটারিচালিত রিকশায় ট্রাকের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত

লাশপ্রতীকী ছবি

রাজধানী ঢাকার ডেমরা এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশায় আরোহী ইমরান শিকদার (২২) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরা গলা কাটা ব্রিজের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ইমরান একটি ব্যাটারিচালিত রিকশায় করে কোথাও যাচ্ছিলেন। তখন একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ইমরান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরানের ভাই রাসেল সিকদার বলেন, ইমরান নারায়ণগঞ্জ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনাস্থলের পাশেই তাঁর বাসা। ব্যাটারিচালিত রিকশায় করে তিনি বাইরে থেকে বাসায় ফিরছিলেন নাকি বাসা থেকে বাইরে যাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ইমরানের বাড়ি কুমিল্লার মেঘনা পাথালিয়া গ্রামে। তাঁর বাবার নাম মুক্তার হোসেন। তিনি ডেমরা রানী মহল লালশাহ মাজার এলাকায় থাকতেন।