হালফ্যাশন ঈদ মেলায় হরেক রকম দেশীয় পণ্য
দেশীয় উদ্যোক্তাদের নিজস্ব স্বকীয়তা ও বৈচিত্র্যময় পণ্যগুলো এক ছাতার নিচে এনে শুরু হয়েছে হালফ্যাশন ঈদ মেলা। নানা নকশার পোশাক, গয়না, ব্যাগসহ হরেক রকম পণ্য রয়েছে এ মেলায়।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত মাইডাস সেন্টারে মেলার উদ্বোধন হয়। বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল ‘হাল ফ্যাশন’ প্রথমবারের মতো আয়োজন করছে ঈদমেলা ২০২৫। দেশীয় পণ্যকে এবারের ঈদে সবার কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে উপস্থিত থাকছেন ৫০ জনের বেশি দেশি উদ্যোক্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ডিজাইনার চন্দ্র শেখর সাহা উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘নিজের দক্ষতাকে মূল্যায়ন করতে হবে। মনোযোগ জরুরি। মানুষকে কীভাবে দেখতে চাই, তা ভাবতে হবে। সাফল্য বিক্রির ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে পণ্যটি যখন প্রশংসা পায়।’
এই মেলায় নানা স্বকীয়তা ও বৈচিত্র্য দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন চন্দ্র শেখর সাহা। তাঁর মতে, প্রতিদিন নতুন কিছু করার আনন্দ অন্য পেশায় থাকে না।
ফ্যাশন এন্ট্রাপ্রেনিউর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) সভাপতি আজহারুল হক আজাদ বলেন, হাল ফ্যাশন যে এমন করে চিন্তা করছে, তা ভবিষ্যতে অনন্য জায়গা তৈরি করবে। এখানে সবার কাজই এত সৃজনশীল, ক্রেতাদের কাছে তাঁরা নিজেদের যোগ্যতা দিয়ে পৌঁছাচ্ছেন। তাঁদের যদি আরেকটু নার্সিং করা যায়, তাহলে বড় হয়ে উঠবেন।
মেলাগুলোয় তরুণ ও নারীদের অংশগ্রহণকে ভালো লাগার দিক বলে উল্লেখ করেন মডেল ও অভিনয়শিল্পী রুনা খান। তিনি বলেন, এই পথচলা চলতে থাকুক। দেশের পোশাক, গয়না আরও ছড়িয়ে পড়ুক। দেশীয় পণ্যের ফিউশন হোক নানা বয়সীদের কথা মাথায় রেখে।
প্রথম আলোর ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান বলেন, দেশের ফ্যাশন জগতে নানা পরিবর্তন হয়েছে। উদ্যোক্তারা নানা উদ্যোগ নিচ্ছেন। সরকার যদি আরেকটু উৎসাহ দিত, তাহলে অনেক উদ্যোক্তা সারা বছরই নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পেতেন। হাল ফ্যাশনের এই মেলা সামনে আরও বড় পরিসরে করার আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন হাল ফ্যাশনের পরামর্শক শেখ সাইফুর রহমান। সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন, হাল ফ্যাশন হচ্ছে সেই প্ল্যাটফর্ম যা চিনিয়েছে দেশের ব্র্যান্ডের বাইরে ক্ষুদ্র উদ্যোক্তারাও এই শিল্পের অংশীদার।
হাল ফ্যাশনের জ্যেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর নাদিমা জাহান অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানান।
দুই দিনের এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার মেলার শেষ দিন।
মেলায় ক্রেতারা র্যাফেল ড্রয়ে পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা দুটি কাপল টিকিট (৪ জনের), ফ্লাই ফর লেডিসের পক্ষ থেকে দেশে ও বিদেশে ভ্রমণে ডিসকাউন্ট কার্ড, হলিডে ইনের পক্ষ থেকে কাপল ডিনার কুপন ও প্লাটিনাম হোটেলের পক্ষ থেকে কাপল ডিনার কুপন।