ধীরেন্দ্রনাথ শম্ভু কারাগারে, নতুন মামলায় সাদেক–নজরুল গ্রেপ্তার

আদালতপ্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর শামীম হত্যা মামলায় ঢাকার সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ছয় দিন রিমান্ড শেষে ধীরেন্দ্রনাথ শম্ভুকে আজ সোমবার আদালতে হাজির করে তাঁকে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে কিশোর শামীম হত্যা মামলায় সাদেক খান, নজরুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমানকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

১১ নভেম্বর বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু গ্রেপ্তার হন। এ ছাড়া গত ২৪ আগস্ট গ্রেপ্তার হন সাদেক খান। নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হন গত ২ অক্টোবর। আর গত ১৫ আগস্ট গ্রেপ্তার হন তানভীর হাসান সৈকত। ২২ আগস্ট নাশকতার মামলায় গ্রেপ্তার হন হাসিবুর রহমান।