ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ, কর্মবিরতির হুমকি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমানকে অপসারনের দাবিতে চারদিন ধরে বিক্ষোভ করছেন সংস্থাটির কর্মকর্তা, কর্মচারী ও প্রকৌশলীরা। রোববার বিক্ষুদ্ধরা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে প্রধান প্রকৌশলীকে অপসারণ করার অনুরোধ জানিয়েছেন। না হলে কর্মবিরতির হুমকি দিয়েছেন প্রকৌশলীরা।

দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের স্প্রে–ম্যান শরীফ হোসাইন প্রথম আলোকে বলেন, তাঁরা প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে অপসারনের দাবিতে গত মঙ্গলবার থেকে বিক্ষোভ করে আসছেন।

সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও প্রকৌশলীদের বড় একটি অংশের ভাষ্য, সারা দেশেই যেহেতু সংস্কারের আওয়াজ উঠেছে। তাঁরাও দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণের মাধ্যমে করপোরেশনে সংস্কার শুরু করতে চান। এ জন্য সংস্থার প্রধান প্রকৌশলীর অপসারণের দাবি তুলেছেন। তাঁর অপসারণ না হলে বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা।

এদিকে প্রতিবাদের মুখে করপোরেশনের প্রকৌশলীদের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আশিকুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। তাঁর কক্ষের সামনের দরজায় প্রবেশ নিষেধ পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।

বিক্ষুদ্ধরা বলছেন, প্রধান প্রকৌশলীর অপসারণের দাবিতে কয়েক দফায় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গেও কথা বলেছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

এদিকে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও মেয়রের সহকারী একান্ত সচিব নাছিরুল হাসানও (সজিব) গত মঙ্গলবার থেকে অফিসে আসছেন না। অফিসে না আসার কারণ জানতে চাইলে রোববার বিকেলে মুঠোফোনে খায়রুল বাকের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করছেন। অফিসে হয়তো আসবেন না।

আরও পড়ুন

খায়রুল বাকের আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তা হিসেবে পরিচিত। ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অবশ্য সেসব স্ট্যাটাস সরিয়ে ফেলেছেন তিনি।