২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা হবে: পুলিশ

গতকাল বুধবার বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়।
ছবি: প্রথম আলো

রাজধানীতে গতকাল বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা হবে। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান।

হায়াতুল ইসলাম খান বলেন, নয়াপল্টনে বিস্ফোরণ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্ফোরক রাখা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক মামলাগুলো করবে। মামলার সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন

পুলিশের মতিঝিল বিভাগের এই উপকমিশনার বলেন, গতকাল বিএনপির যেসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে, তাঁরাসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের মামলায় আসামি করা হবে।

হায়াতুল ইসলাম খান বলেন, গতকালের ঘটনায় শাহাজাহানপুর ও মতিঝিলে আহত দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, নয়াপল্টনে গতকাল সংঘর্ষের পর অভিযান চালিয়ে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।

আরও পড়ুন

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে। এই গণসমাবেশ কোথায় হবে, তা নিয়ে বিতর্ক-আলোচনার মধ্যেই গতকাল বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হন। আহত হন বিএনপির অর্ধশত নেতা-কর্মী।

সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী, শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ কয়েক শ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন