প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রের প্রতি অপরাধ: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন
ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে হামলাকারীরা অবশ্যই রাষ্ট্রের প্রতি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন। একটি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রতি আঘাত হানার চেষ্টা করেছে, তাই তাদের বিরুদ্ধে উপযুক্ত মামলা করা উচিত।

আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতিকে বিচার বিভাগের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।

এ এম আমিন উদ্দিন বলেন, ‘বিচার বিভাগের প্রতীকের প্রতি অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনে হামলার মাধ্যমে তারা সমগ্র বিচার বিভাগেই হামলার চেষ্টা চালিয়েছে। এ ধরনের ঘৃণ্য অপরাধ যারা করেছে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে মনে করি। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’ তিনি আরও বলেন, যেকোনো ঘটনায় কিন্তু ভিডিও ফুটেজ পাওয়া যায়।...ছবিগুলো দেখে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এ কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের অন্তত ছয়টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতা-কর্মীরা। সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, বাস, মোটরসাইকেলসহ বেশ কটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলা হয় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।

প্রধান বিচারপতির বাসভবনে ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে আজ একটি বিবৃতিও দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিবাদ সভা

আজ বেলা সোয়া একটার দিকে ‘প্রধান বিচারপতির বাসভবনে হামলার মাধ্যমে বিচার বিভাগের উপর আঘাত করায় প্রতিবাদ সভা’—ব্যানার নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সভা করেছে সমিতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ, সমিতির সম্পাদক মো. আবদুন নূরসহ কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য বক্তব্য দেন।

সভায় মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘গতকাল যে ঘটনাটি হয়েছে, তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনাগুলো যারা করেছে, তারা কারা? একাত্তর সালের যে পরাজিত শক্তি, যারা প্রথমেই রাজারবাগে আক্রমণ করেছিল ১৯৭১ সালে, সেই শক্তিই গতকাল রাজারবাগে পুলিশের ওপর আক্রমণ করেছে, সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে, বিচার বিভাগের ওপর আক্রমণ করেছে।’

মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ মানে সমস্ত বিচার বিভাগের ওপর আক্রমণ।…সামনে নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্যই শুধু তারা এ কাজগুলো করছে। আমরা জীবিত থাকতে সেটি কখনোই করতে দেব না। শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন হবে।’
সভা শেষে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।