বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মৃত্যুপ্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আজ বুধবার সকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. বায়েজিদ (২০)। তাঁর বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মমিনপুর জঙ্গরায়।

বাড্ডা থানার পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে আফতাবনগর বটতলা এলাকার এইচ ব্লকে নির্মাণাধীন সাততলা একটি ভবনের চতুর্থ তলায় সেন্টারিংয়ের কাঠ খোলার সময়ে বায়েজিদ নিচে পড়ে যান। আহত অবস্থায় তাঁর সহকর্মী শাহিনুরসহ কয়েকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদের ছোট ভাই মো. শাহিন আজ সকালে হাসপাতালে প্রথম আলোকে বলেন, বায়েজিদ আফতাবনগরের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। তাঁদের বাবা আবু সাঈদ ফল ব্যবসায়ী। তিন ভাই, দুই বোনের মধ্যে চতুর্থ ছিলেন বায়েজিদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া আজ প্রথম আলোকে বলেন, বায়েজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।