উত্তরায় আমির হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় সরকারবিরোধী আন্দোলনে নিহত আমির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের দুই ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক আহাম্মদ আলী (৫০), উত্তরা মডেল টাউনের পাঁচ নম্বর ইউনিট কমিটির সহসভাপতি সুভাষ চন্দ্র (৫৩) ও উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা শফিকুল ওরফে শরীফ ওরফে শাওন (৩৬)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোডে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন আমির। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। হামলাকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন আমির। গুরুতর আহত আমিরকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আমিরের বাবা খুরশেদ আলম বাদী হয়ে ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।