উত্তরায় ফ্ল্যাট থেকে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

কাউসম্যান হলগার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় জার্মানির একজন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম কাউসম্যান হলগার। রোববার উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) ইয়াসিন গাজী প্রথম আলোকে বলেন, কাউসম্যান বাংলাদেশে টুরিস্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিদের গাইড হিসেবে কাজ করতেন তিনি।

ইয়াসিন গাজী বলেন, কাউসম্যানের সঙ্গে জুয়েল নামের এক যুবক ওই ফ্ল্যাটে থাকতেন। জুয়েল গাইডের পেশায় যুক্ত। গত বৃহস্পতিবার জুয়েল পেশাগত কাজে শ্রীমঙ্গল যান। গত শনিবার সন্ধ্যায় কাউসম্যানের সঙ্গে জুয়েলের সর্বশেষ ফোনে কথা হয়। রোববার ভোরে জুয়েল বাসায় ফিরে আসেন। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে কাউসম্যানকে তাঁর কম্পিউটার টেবিলের সামনে মৃত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ওই ফ্ল্যাট থেকে ৫০০টি ঘুমের ট্যাবলেটের খালি পাতা পাওয়া গেছে বলে জানান ইয়াসিন গাজী। তিনি বলেন, পুলিশ জানতে পেরেছে কাউসম্যান সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে তাঁর হতাশার কথা জুয়েলকে বলেছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাউসম্যান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।