মগবাজারের বাসায় নারীর গলিত লাশ, সাংবাদিক স্বামীর আচরণ ‘রহস্যজনক’
রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামীর আচরণকে ‘রহস্যজনক’ বলছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই নারীর নাম শবনম শারমিন। তাঁর স্বামী সাইদুল ইসলাম। তিনি এশিয়ান টেলিভিশনের একজন সংবাদকর্মী বলে জানা গেছে। মগবাজারের একটি পাঁচতলা বাসার পঞ্চমতলায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। ওই বাসা থেকেই লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, সাইদুলকে ফোন করা হলেও তিনি থানায় আসেননি। ফোনে তিনি জানিয়েছেন, ১০ দিন ধরে তিনি বিভিন্ন কাজে বাসার বাইরে আছেন। তাঁর আচরণ রহস্যজনক।
পুলিশের শিল্পাঞ্চল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক প্রথম আলোকে বলেন, লাশ দেখে মনে হয়েছে চার থেকে পাঁচ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ গলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, বোঝার উপায় নেই। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে।
হাফিজ আল ফারুক আরও বলেন, বাসার দরজা ভেতর থেকে লাগানো ছিল। তবে বাইরে থেকেও তালা লাগানো যায়।
হাতিরঝিল থানার একজন কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে ওই নারীর সঙ্গে তাঁর পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিলেন না। তাঁর স্বামী সাইদুলের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি তাঁরা। আজ সন্ধ্যার পর স্বজনেরা বাসায় এসে সেটি বন্ধ পান। খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে।