রাজধানীতে হাত বিচ্ছিন্ন অবস্থায় নারীর লাশ উদ্ধার
রাজধানীর রায়ের বাজার থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পিঠে আঘাতের চিহ্ন এবং শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন ছিল। বুধবার রায়ের বাজার কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বুধবার রাতে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাঁচ থেকে সাত দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। তাঁর বয়স ৩০ বছর হতে পারে।
থানা-পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, মরদেহে পচন ধরে যাওয়ায় সিআইডি ওই নারীর আঙুলের ছাপ নিতে পারেনি।
পুলিশ কর্মকর্তা মুজিব পাটওয়ারী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
বাড্ডায় গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার একটি বাসা থেকে বুধবার লাইলী জাহান নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক। দাম্পত্য কলহের জেরে ওই নারী আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
লাইলী জাহান সপরিবারে রাজধানীর বেরাইদে থাকতেন। তাঁর স্বামী আমিনুল ইসলাম অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালাতেন।
বাড্ডা থানা-পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আমিনুল ইসলামের সঙ্গে লাইলীর বাগ্বিতণ্ডা হয়। এরপর মধ্যরাতের পর কোনো এক সময় লাইলী সবার অগোচরে রান্নাঘরের গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। সকালে বাসার লোকজন তাঁর ঝুলন্তšলাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লাইলীর মামা মুজাহিদ কামরুল বলেন, লাইলীর বাড়ি সিলেটের কোম্পানি গঞ্জে। তাঁর স্বামী আমিনুলের বাড়ি খুলনার দিঘলিয়ায়। ১৫ বছর আগে দুজনের বিয়ে হয়। পরে তাঁরা ঢাকায় আসেন। লাইলী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁদের তিন মেয়ে।
কামরুল অভিযোগ করেন, ‘তিন সন্তানই মেয়ে হওয়ায় আমিনুল প্রায়ই লাইলীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। আমিনুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ কারণে স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। এসব কারণেই লাইলী গলায় ফাঁস দেন বলে আমাদের ধারণা। আমি এই মৃত্যুর জন্য দায়ী আমিনুলের বিচার চাই।’
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহে লাইলী আত্মহত্যা করতে পারেন।