ঢাকা দক্ষিণ সিটির জলাবদ্ধতা নিরসনে এবার বরাদ্দ ১০০ কোটি টাকা

২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা, ৩১ জুলাইছবি: সংগৃহীত

জলাবদ্ধতা নিরসনে চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, জলাবদ্ধতা হয় এমন ১৩৪ স্থানে ইতিমধ্যে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। চলতি অর্থবছরে নিউমার্কেট, বকশীবাজার, জুরাইন, শ্যামপুরের আলমবাগসহ যেসব স্থানে জলাবদ্ধতা হচ্ছে, সেখানেও উন্নয়নকাজ করা হবে।

বুধবার দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর। ২০২৪–২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনা করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের উন্নয়নকাজের জন্য চলতি অর্থবছরে ১১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, চলতি অর্থবছরে করপোরেশনের নিজের আয় করা টাকা থেকে উন্নয়নকাজের জন্য ১ হাজার ৫ কোটি টাকা খরচ করা হবে। দক্ষিণ সিটি করপোরেশনের ইতিহাসে বিগত অর্থবছরে (২০২৩–২৪) সর্বোচ্চ ১ হাজার ৬১ কোটি ৫৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

চলতি অর্থবছরের (২০২৪–২৫) জন্য ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র শেখ ফজলে নূর। এর মধ্যে সংস্থাটি নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৫ কোটি ৩১ লাখ টাকা খরচ করবে। আর ৪ হাজার ৩৬৩ কোটি টাকা সরকারি ও বৈদেশিক সহায়তা পাওয়ার আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকাবাসী সব পরিবারের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে পাঁচ বছর মেয়াদি ‘মেয়র শেখ তাপসের কর্মসংস্থান কর্মসূচি, তথা ঢাকা হবে বেকারমুক্ত নগরী’ নামের একটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা, ভোটার ও বাসাবাড়ি, স্থাপনার কর প্রদানকারী ব্যক্তি অথবা তাঁর পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় থাকবেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদ উল্লাহ, অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমসহ কাউন্সিলর ও সংস্থার বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।