তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মহাখালীর আমতলী মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেনছবি: প্রথম আলো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে মহাখালীর আমতলী মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

অবরোধের সময় শিক্ষার্থীরা বাস ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁরা এক মোটরসাইকেলচালককে মারধর করেন বলেও অভিযোগ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দাবির পক্ষে আজ সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।