ঢাকায় ৫ থানার ওসি বদল

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। তাঁদের স্থলে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

পাঁচ থানা হলো ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতোয়ালি। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

বদলি করা নতুন ওসিরা হলেন শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি করা হয়েছে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানার ওসি করা হয়েছে। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি করা হয়েছে। হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানার ওসি করা হয়েছে। আর ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. রেজাউল করিমকে কোতোয়ালি থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে ডেমরা থানা থেকে ওসি ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরেবাংলা নগর থানা থেকে ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানা থেকে ওসি মো. মহিবুল ইসলামকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানা থেকে ওসি কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে ও কোতোয়ালি থানা থেকে ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।