ফুটপাতে চাঁদাবাজি আবার আগের রূপে ফেরার অভিযোগ হকার্স ইউনিয়নের
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফুটপাতে চাঁদাবাজি আগের রূপেই ফিরেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। শুক্রবার বেলা তিনটার দিকে রাজধানীর সদরঘাট এলাকায় এক বিক্ষোভ সমাবেশে ইউনিয়নের নেতারা এ অভিযোগ করেন। হকার্স ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ সমাবেশটির আয়োজন করে।
পরবর্তী সময়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হকার্স ইউনিয়নের নেতাদের বক্তব্য তুলে ধরা হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ বছর ফুটপাতের চাঁদাবাজিতে হকাররা দিশাহারা ছিলেন। গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা যখন রাষ্ট্র সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনা, মসজিদ-মন্দির-গির্জা রক্ষার কাজে ব্যস্ত, তখন ফুটপাতগুলোতে বেপরোয়া লুটতরাজ-দখলদারি-চাঁদাবাজি হচ্ছে। কারা এসব করছে?
হকাররা কোনো ধরনের চাঁদা দেবে না জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, কেউ যদি ফুটপাত বা বিট দখল করে লুটতরাজ করতে আসে, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
হকাররা অতীতে সিটি করপোরেশনের মেয়র ও পুলিশের মাধ্যমেও দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন হকার্স ইউনিয়নের নেতারা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৪৫ হকারসহ মোট ৮৫ জন শ্রমিক নিহত হয়েছেন বলেও জানায় হকার্স ইউনিয়ন। আজকের কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীরা নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান সংগঠনটির নেতারা।
চলমান ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানো কথা জানিয়েছে হকার্স ইউনিয়ন। এ জন্য নিজেরা একটি সহায়তা দল গঠন করেছেন বলেও জানিয়েছেন ইউনিয়নের নেতারা।
সমাবেশের সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিছুর রহমান পাটোয়ারি। এতে বক্তৃতা দেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল সদরঘাট এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে সদরঘাটে টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।