বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে একটি বাস। এতে ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিভিল এভিয়েশনের প্রকৌশলী।
চাপা দেওয়ার পরে বাসটি তৃতীয় টার্মিনালের কাছে নির্মাণাধীন টিনের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই প্রকৌশলীর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, রাইদা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তাবেষ্টনীর ভেতরে ঢুকে যায়। ওই মোটরসাইকেলে থাকা আরোহী মাইদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এসআই সুমন চন্দ্র আরও বলেন, ময়নাতদন্ত শেষে মাইদুল ইসলামের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।