সেলিনা হোসেন ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় পেলেন সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার
‘সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার ২০২৪’ পেয়েছেন আরেক কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলিনা হোসেনের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। এ বছর পশ্চিমবঙ্গে এই পুরস্কার পেয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
বাংলাদেশের আবিষ্কার প্রকাশন ও ভারতের সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হলো। সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিবছর পশ্চিমবঙ্গে একজন ও বাংলাদেশে একজন সাহিত্যিককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, প্রয়াত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মেয়ে দোয়েল মজুমদার, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়, জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কবি হাসান হাফিজ, কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল, আবিষ্কার প্রকাশনের কর্ণধার দেলোয়ার হাসানসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।
অনুষ্ঠান শেষে ‘সমরেশ মজুমদার স্মারকগ্রন্থ’–এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্মারকগ্রন্থে সমরেশ মজুমদারকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শোক বাণী যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ৩৬জন লেখকের লেখা স্থান পেয়েছে এ স্মারকগ্রন্থে। বক্তারা বাংলা ভাষার উন্নয়নে সাহিত্যের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।