তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রবাসী যুবকের মৃত্যু
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. স্বপন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে তেজগাঁও রেলস্টেশনে পড়ে ছিলেন স্বপন। পরে দুই যুবক তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফারুক আহামেদ আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনা ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তা জানা যাবে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন স্বপন। তাঁর ভাই গোলাম মোস্তফা বলেছেন, ‘স্বপন বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়া থাকত, মাঝেমধ্যে দেশে আসত। সম্প্রতি রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে চলতি মাসে দেশে আসে। বুধবার রোমানিয়ার টিকিট নিতে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় খবর পান, সে ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। পরে হাসপাতালে এসে দেখেন স্বপন মারা গেছে।’