তেজগাঁও কলেজে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’
রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী, স্নাতক ও ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৪’–এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার এটুআই, বিডিজবস, তেজগাঁও কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তথ্য এবং ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের গড়ে তোলার দিকনির্দেশনা প্রদান করা হয়।
মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজের শিক্ষক-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগে টিকে থাকতে শিক্ষার্থীদের মধ্যে শেখার মানসিকতা এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন পেশার উপযুক্ত করে গড়ে তোলাই এই মেলার উদ্দেশ্য।
এই আয়োজন তেজগাঁও কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।