ঢাকেশ্বরী মন্দিরের সোনা চুরির মামলায় তিনজনের কারাদণ্ড
এক যুগ আগে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সোনা চুরির মামলায় তিনজনকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলা থেকে তিন আসামি খালাস পেয়েছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আজ সোমবার এ রায় দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান।
দণ্ডিত তিন আসামি হলেন মোহাম্মদ মনির, গরীব উল্লা ওরফে আসলাম ও মুনির ওরফে মনিরুল। তবে তিনজনই পলাতক। আর মামলা থেকে খালাস পেয়েছেন সবুজ আহম্মেদ, শাহ আলম ও সেলিম।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ৮ জানুয়ারি ঢাকেশ্বরী মন্দির থেকে প্রায় ২০০ ভরি সোনা, নগদ প্রায় ৪ লাখ টাকা চুরির ঘটনায় চকবাজার থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৬ এপ্রিল ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা হয়। রাষ্ট্রপক্ষে ২৩ সাক্ষীর মধ্যে ৯ জনকে আদালতে হাজির করা হয়।