রাজধানীর মালিবাগের আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার, এক কিশোরী আটক
রাজধানীর মালিবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আরাফাতের সঙ্গে হোটেলে উঠেছিল এমন এক কিশোরীকে আটক করা হয়েছে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে তাঁরা মালিবাগ চৌধুরীপাড়ার একটি আবাসিক হোটেলে যান। হোটেল কক্ষের দরজা ভেঙে দেখা যায়, সিলিংয়ের একটি রডের অ্যাঙ্গেলের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরাফাতের মরদেহ ঝুলছে। উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে আরাফাত আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরাফাতের সঙ্গে একই হোটেলে উঠেছিল এক কিশোরী। ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, নিহত আরাফাতের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুরচর গ্রামে। তাঁর বাবার নাম জয়নাল মুন্সি। আরাফাত বর্তমানে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান ছাপরা মসজিদ এলাকায় থাকতেন।