ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার দাবিতে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা ও প্রথম বর্ষ থেকে আসন পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিমা ইসলাম বলেন, রাজনৈতিক দখলদারি থেকে মুক্ত হওয়ার পরও সিট–সংকট দূর না হওয়া প্রশাসনিক ব্যর্থতা। (আমরা জানতে চাই) শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কর্তৃপক্ষ কী কী সুবিধা দেয়?
নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন উদাসীন উল্লেখ করে দর্শন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও ছেলে উভয়ে মেধার ভিত্তিতে সুযোগ পায়। কিন্তু মেয়েদের হলের সংখ্যা পাঁচটি হলেও ছেলেদের হলের সংখ্যা ১২টি।
আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বলেন, প্রশাসন চাইলেই এই মুহূর্তে আবাসন–সংকট সমাধান করতে পারে। এ ক্ষেত্রে তারা স্বল্প মেয়াদে ভবন ভাড়া নিতে পারে। আর দীর্ঘ মেয়াদে নতুন হল নির্মাণ করতে পারে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরিফা আক্তার, ইসলামিক স্টাডিজের রিয়া মণি, জিওলোজির শারাবান তাহুরা নিখিতা, আইইআরের রশ্মি জাহান সাদিয়া প্রমুখ।