ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

ছাত্র অধিকার পরিষদফাইল ছবি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক) ও ৩২ জনকে সম্পাদক পদে, ১৭ জনকে সহসম্পাদক পদে ও ৮ জনকে সদস্য পদে রাখা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে একজনকে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।