ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮৬

হাসপাতালে ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৮৬ রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ৩০৯ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৬৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ১৪৭, চট্টগ্রাম বিভাগে ১৩৬, খুলনা বিভাগে ১০৪, বরিশাল বিভাগে ৯৫, রাজশাহী বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৪১, রংপুর বিভাগে ১৪ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৯৫০ জন। আর মৃত্যু হয়েছে ২২৬ জনের। এর মধ্যে ১১৮ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এরপর ৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ দশমিক ৮ শতাংশ নারী ও ৪৮ দশমিক ২ শতাংশ পুরুষ।

আরও পড়ুন

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। চলতি বছর এ বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৮৮। এই বয়সী ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে গত মাসে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৯৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসে এখন পর্যন্তে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ১২ জন। আর মৃত্যু হয়েছে ৬৩ জনের।

আরও পড়ুন