গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কাছ থেকে চেকটি গ্রহণ করেন ফাউন্ডেশনের তৎকালীন সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সৌজন্যে

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের তথ্য যাচাই করার জন্য ১৬০০০ নম্বর থেকে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে সহযোগিতা করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা ঘোষণা করা হয়। ফাউন্ডেশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন

প্রথমে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল আন্দোলনে শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। কিন্তু পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়। আর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।