ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে সাতজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে ভর্তি হন ২৪ জন।

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪১৯ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন মারা গেছেন গত বছর। আর ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।

উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। ২০২২ সালে শীত মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি।