বিজয়নগরে বাসা থেকে নিঃসঙ্গ বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার
রাজধানীর বিজয়নগর এলাকার একটি বাসা থেকে আজ বুধবার বিকেলে নাজমুল হাসান (৭২) নামের এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায় যে নাজমুল রমনা থানার ৭ নম্বর বিজয়নগরে দ্বিতীয় তলা একটি বাড়ির নিচতলায় একা থাকতেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে পুলিশ বিজয়নগরের ওই বাসার দরজা ভেঙে খাটের ওপর থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নাজমুল হাসানের ছোট বোন শামীমা নার্গিস বলেন, তিনি উত্তরায় থাকেন। নাজমুল ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন এবং বিজয়নগরের বাড়িটি দেখাশোনা করতেন।
৯ মে প্রয়াত নাজমুলের সঙ্গে ছোট বোন শামীমার শেষবার ফোনে কথা হয়। তখন তিনি ছোট বোনকে জানান যে তিনি অসুস্থ বোধ করছেন এবং তাঁর রুমের ফ্যানটি নষ্ট হয়ে গেছে।
এর কয়েক দিন পর শামীমা ভাইকে পরপর কয়েক দিন ফোন করেন। কিন্তু তিনি ফোন ধরছিলেন না। এ পরিস্থিতিতে আজ বুধবার পুলিশ নিয়ে ওই বাসায় যান শামীমা। তখন ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ সময় পুলিশ দরজা ভেঙে তাঁর ভাইয়ের মরদেহ উদ্ধার করে।