হৃদ্‌রোগের চিকিৎসায় সর্বাধুনিক পদ্ধতি-প্রযুক্তি ব্যবহারের পরামর্শ

২০১১ সাল থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে এই সম্মেলন আয়োজন করা হচ্ছেছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের আট শতাধিক হৃদ্‌রোগ বিশেষজ্ঞের অংশগ্রহণে ঢাকায় দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে আজ শুক্রবার। সম্মেলনের প্রথম দিন পরস্পরের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, হৃদ্‌রোগের চিকিৎসায় সবচেয়ে আধুনিক চিকিৎসাপদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করতে হবে।

রাজধানীর একটি হোটেলে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের নিয়ে ‘বিআইটি সামিট’ নামে বৈশ্বিক এ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আফজালুর রহমান এবং ভারতের প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট রবীন চক্রবর্তী।

এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল ও ভুটানসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ৮০০ হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী সম্মেলনে হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা লাইভ ট্রান্সমিশনসহ বিভিন্ন বিষয়ে মোট ২৮ পর্বে আলোচনা করবেন।

প্রথম দিন বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। অতীতে হৃদ্‌রোগীর বুক কেটে অস্ত্রোপচার করা হতো ও জটিল পদ্ধতি অবলম্বন করা হতো। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সহজ পদ্ধতিতে অস্ত্রোপচার করা হচ্ছে, তা তুলে ধরেন আলোচকেরা।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের বিশ্বের সর্বশেষ চিকিৎসাপদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।