তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরসে বাধা দেওয়ার চেষ্টা

রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন একদল ব্যক্তি। ‍এ সময় কিছু লোকজন ওরসের জন্য তৈরি করা প্যান্ডেল ভাঙচুরের চেষ্টা করেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে কয়েক শ ব্যক্তি জড়ো হয়ে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে ওরস বন্ধের দাবি জানানো হয়।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কয়েকজন প্যান্ডেলের বাঁশ খোলার চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।