আন্তর্জাতিক নারী দিবসে জলকন্যার আয়োজনে কবিতা পাঠের আসর
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জলকন্যার আয়োজনে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁও গির্জা সংলগ্ন ‘মাদার তেরেসা’ ভবনে আয়োজিত ‘অপরাজিতার কাব্য’ শিরোনামের এই আয়োজনে সাফল্যের গল্প শোনান অতিথি বিশিষ্ট সাহিত্যিক ঝর্না রহমান ও ফটো সাংবাদিক সাবিনা ইয়াসমিন।
জাতীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানের অতিথি ঝর্না রহমান বলেন, ‘আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয়ে বড় হই। প্রথমত, আমি একজন মানুষ, তারপর আমি কারও মেয়ে, কারও স্ত্রী, কারও মা। কিন্তু আমি একজন স্বতন্ত্র মানুষ। এই স্বতন্ত্র মানুষ হিসেবেই আমি বড় হই এবং পরিবার ও সমাজের জন্য কাজ করি।’ তিনি বলেন, ‘পরিবারের সহযোগিতা নিয়েই আমরা সংসার ও সমাজের জন্য কাজ করে যাই। আমরা একজন ব্যক্তি মানুষ ও স্বতন্ত্র মানুষ হিসেবে বড় হই এবং জীবন অতিবাহিত করি।’
সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমার পরিবার থেকে ফটো সাংবাদিকতার কাজের জন্য কোনো বাধা ছিল না। তবে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বাধার মুখে পড়েছি। সবার সঙ্গে বিনয়ী আচরণ করে সবার সহযোগিতা আদায় করার চেষ্টা করেছি। আমি ছবি তুলি, তা পত্রিকায় ছাপা হয়। সেটা কে কি ভাবে দেখছেন, সেটা নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির ওপর।’ তিনি বলেন, ‘নারী ফটো সাংবাদিক হিসেবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি, চ্যালেঞ্জ মোকাবিলা করছি।’
অনুষ্ঠানে ১১ জন কবিতা আবৃত্তি করেন। তাঁরা হলেন মাহী ফারহানা, নিশাত শারমিন, স্বপ্না বর্নাডেট ফ্রান্সিস, মাহবুবা সুলতানা, ফাল্গুনী ডি কস্তা, নিলীম আহসান, তাসনুভা অরিন, নুসরাত নুসিন, সুপর্ণা এলিস গমেজ, খোকন কোড়ায়া এবং জাভেদ হুসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক দন্ত্যস রওশন। জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজের সঞ্চালনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।