বাড়ির উদ্দেশে রওনা হয়ে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু
গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন আনসারের প্লাটুন কমান্ডার মো. আবু তালেব (৫৫)। বৃহস্পতিবার বিকেলে কর্মস্থল রাজধানীর নিউমার্কেট–সংলগ্ন একটি ভবন থেকে পাবনার উদ্দেশে রওনাও হন।
কিন্তু কয়েক মিনিট হেঁটে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে গেলেই অসুস্থ হয়ে পড়েন আবু তালেব। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবু তালেবের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চরপাড়া গ্রামে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি নিউমার্কেট–সংলগ্ন একটি ভবনে আনসারের প্লাটুন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
ঢামেক হাসপাতালে কর্মরত আনসারের প্লাটুন কমান্ডার মো. মিজান প্রথম আলোকে বলেন, আবু তালেব ছুটি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। কর্মস্থল থেকে কিছু দূর গিয়েই অসুস্থ হয়ে পড়েন।
মিজান বলেন, স্থানীয় এক দোকানদার আবু তালেবকে দেখে চিনতে পারেন। তিনি দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, আবু তালেব হিট স্ট্রোকে মারা গেছেন।