রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ  আরেকজনের মৃত্যু

মৃত্যুপ্রতীকী ছবি

রাজধানীর পল্লবী এলাকায় গ্যাসের আগুনে ৭ জন দগ্ধের ঘটনায় মো. আব্দুল্লাহ (১৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে তার মা-বাবা ও ভাই মারা যায়। এ নিয়ে ওই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

আব্দুল্লাহ আজ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আব্দুল্লাহর শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন

হাসপাতাল সূত্র জানায়, এর আগে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে শিশুটির মা রুমা আক্তার, বাবা আব্দুল খলিল এবং তার ভাই মোহাম্মদ (১০) মারা যায়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তি চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

গত শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন