গুলশানে গানে-আড্ডায় বর্ষবরণের আয়োজন

বর্ষবরণের আয়োজন বিষয়ে জানাতে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গুলশান, ঢাকা, ৭ এপ্রিলছবি: সাজিদ হোসেন

আলপনা, আর্ট ক্যাম্প, সংগীত, আলাপ-আড্ডার মাধ্যমে পয়লা বৈশাখ উদ্‌যাপন করা হবে। ১৪ এপ্রিল রাজধানীর গুলশান-২ নম্বরের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এ আয়োজন করবেন গুলশান-বনানী-বারিধারা-উত্তরা অঞ্চলের নাগরিকেরা। তাঁরা বর্ষবরণের সামাজিক এ উদ্যোগের নাম দিয়েছেন ‘অলিগলি হালখাতা’।

রাজধানীর বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ আয়োজনের সমন্বয়ক সাংবাদিক নূর সাফা জুলহাজ।

পয়লা বৈশাখের এ আয়োজন সাহাবুদ্দীন আহমদ পার্কে পয়লা বৈশাখ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এতে সহযোগিতা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন, এশিয়ান পেইন্টস, নগদ, সিকিউরিক্স ও গুলশান সোসাইটি। এ আয়োজনে প্রতিপাদ্য করা হয়েছে ‘পুরাতন চলে যায়, কোন্ নূতনেরে ডাকে’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা বৈশাখের ‘গানালাপ’ আয়োজনে পালাগান করবেন ইসলাম উদ্দিন পালাকার। এ ছাড়া গানের দল সমগীত, গানপোকা এবং আয়োজকেরা গান পরিবেশন করবেন।

আয়োজনের ‘চিত্রালাপ’ অংশে থাকবে শিল্পী শামীম সুব্রানার তত্ত্বাবধানে শিল্পী হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, রোকেয়া সুলতানা, জামাল আহমেদ, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, মুস্তাফা খালিদ পলাশসহ ৫০ জন অগ্রজ ও তরুণ শিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প। সঙ্গে থাকবে শিশু-কিশোরদের আঁকার আয়োজন।

‘ভাবালাপ’ অংশের আয়োজনে নগর বা সমাজজীবনের পরিপ্রেক্ষিতে আলাপ হবে। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, শিল্পী হাশেম খান, আফজাল হোসেন প্রমুখের অংশ নেওয়ার কথা রয়েছে।

পয়লা বৈশাখের আগে চৈত্রসংক্রান্তির রাতে গুলশান এলাকার সড়কে আলপনা আঁকা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই উদ্যোগ খুবই ভালো। এবার যদি একটু সংগঠিত হতে পারি, তাহলে পরেরবার আরও বড় স্বপ্ন দেখতে পারব।’

গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ঢাকা উত্তরে সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে গেলে নেই। এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

এ সময় আরও বক্তব্য দেন গুলশান সোসাইটির মহাসচিব সৈয়দ আহসান হাবীব, সাহাবুদ্দীন আহমদ পার্ক ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ফাইবার সিকিউরেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ রহমান, সাংবাদিক মানস ঘোষ, শিল্পী শামীম সুব্রানা, অলিগলির সমন্বয়ক জাহেদ চৌধুরী প্রমুখ।