ক্যানসার সচেতনতায় দৌড়

‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ –এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে কার্টুনিস্ট আহসান হাবিব, হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, অধ্যাপক মুমিত আল রশিদ, পর্যটক এলিজা বিনতে এলাহী ও অন্যান্যরাছবি: হিমু পরিবহনের সৌজন্যে

ক্যানসার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হিমু পরিবহন আয়োজিত এই দৌড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ শুক্রবার সকাল আটটায় শুরু হয়। দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ও স্বাধীনতাসংগ্রাম চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় দৌড়।

এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, দুইবারের এভারেস্টজয়ী এম এ মুহিত, সংগীতশিল্পী ও পর্যটক কনক আদিত্য, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মুমিত আল রশিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী, আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী আরাফাত হোসেনসহ আরও অনেকে।

‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ দৌড়ে অংশগ্রহণকারীরা
ছবি: হিমু পরিবহনের সৌজন্যে

অনুষ্ঠানে অতিথিরা ক্যানসার প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরচর্চার ওপর গুরুত্ব দেন। দৌড় হতে পারে খুবই ভালো শারীরিক ব্যায়াম।

দৌড় শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস’ নিবন্ধন থেকে প্রাপ্ত অর্থ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ইউনিটে দেওয়া হবে। এই আয়োজনে সহযোগিতায় ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এন’স কিচেন। হিমু পরিবহন ক্যানসার সচেতনতা বৃদ্ধির জন্য সপ্তম বারের মতো এই দৌড়ের আয়োজন করে।