মিরপুরে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকেরা

মিরপুরে কাঁদানে গ্যাস ছুড়ে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, বেলা ১১টা, মিরপুর , বৃহস্পতিবার
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে রাস্তা থেকে তুলে দিয়েছে।

পুলিশ বলেছে, পোশাকশ্রমিকেরা মিরপুরে বিআরটিসির বাসের ডিপোতে ঢুকে কয়েকটি বাস ভাঙচুর করেছেন। সন্দেহভাজন তিন থেকে চারজনকে আটক করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল আটটার দিকে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর থেকে মিরপুর-১১ ও ১২ নম্বরের দিকে যান।

আরও পড়ুন
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভমিছিল। বৃহস্পতিবার সকালে
ছবি: শুভ্র কান্তি দাশ

বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। প্রত্যক্ষদর্শী আবুল হালিম বলেছেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পুলিশ এগিয়ে গিয়ে কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর শ্রমিকেরা বিভিন্ন দিকে পালিয়ে যান।  

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকেরা এখন সড়কে নেই। তাঁরা রাস্তা থেকে বিভিন্ন অলিগলিতে ঢুকে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন, পুলিশের সঙ্গে ক্ষমতাসীন দলের ২০ থেকে ২৫ জনকে লাঠি হাতে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন
পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ হয়ে যান পোশাকশ্রমিকেরা। বেলা ১১টা, বৃহস্পতিবার।
ছবি: শুভ্র কান্তি দাশ

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার কথা জানিয়ে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ফিরোজ প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা মিরপুরে বিআরটিসির ডিপোতে ঢুকে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছেন।

আরও পড়ুন
পোশাকশ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় পুলিশের। বেলা ১১টা। বৃহস্পতিবার।
ছবি: শুভ্র কান্তি দাশ

আন্দোলনকারী পোশাকশ্রমিকদের মধ্যে অবরোধকারীরা থাকতে পারেন বলে তাঁদের সন্দেহ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

মিরপুরে বিজিবির অবস্থান। বেলা ১১টা। বৃহস্পতিবার।
ছবি: শুভ্র কান্তি দাশ