তেজগাঁওয়ে কারখানার ভেতরে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত লাশ

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের একটি কারখানা থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল আটটার দিকে কুনিপাড়ার কারখানাটির ভেতরে নিরাপত্তাকর্মী মো. হাশেম মিয়াকে (৬৫) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিজেকে কারখানাটির শ্রমিক পরিচয় দিয়ে মো. ঝন্টু মিয়া নামের এক ব্যক্তি বলেন, এটির (কারখানা) নাম জুয়েল ইন্ডাস্ট্রি। মালিক এম এ জলিল। কারখানাটিতে ১৭ থেকে ১৮ জন শ্রমিক কাজ করেন। কারখানায় স্ক্রু তৈরি করা হয়।

ঝন্টু মিয়া বলেন, হাশেম কারখানাটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কারখানার ভেতরেই থাকতেন। প্রতিদিন সকালে তিনি কারখানার ফটকের তালা খুলে দিলে তাঁরা ভেতরে প্রবেশ করতেন। কিন্তু আজ সকালে তাঁরা এসে ফটক খোলা পান। ভেতরে গিয়ে দেখেন, হাশেম কারখানার মেঝেতে রক্তাক্ত অবস্থা পড়ে আছেন। বেশ কিছু মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাঁকে কেউ হত্যা করে মালামাল নিয়ে গেছে বলে তাঁদের ধারণা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশের মুখমণ্ডল ও মাথায় জখম দেখা গেছে। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাশেমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।