মতিঝিলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল মেট্রো স্টেশনের নিচের সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স অনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তরিকুল ইসলাম নামের একজন ব্যক্তি। তিনি বলেন, ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। বিআরটিসির দ্বিতল স্টাফ বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।