গুলশানে বহুতল ভবনে আগুন

গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরাছবি: সাজিদ হোসেন

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল ভবনের সাততলায় আগুন লেগেছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে সেখানে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

গুলশানের ১২ তলা ভবনটিতে এখনো আগুন জ্বলছে। ভবনে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা
ছবি: সাজিদ হোসেন

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে গুলশান-২–এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ভবনে আগুন লাগে।

বহুতল ভবনটি থেকে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা
ছবি: সংগৃহীত

আবাসিক ওই ভবনে অনেক পরিবারের বসবাস। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা
ছবি: সাজিদ হোসেন

ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।