বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে ছাত্রদল নেতা আটক, দাবি পুলিশের
রাজধানীর গুলিস্তানে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে ছাত্রদলের এক নেতাকে আটকের দাবি করেছে পুলিশ। রোববার রাত নয়টায় গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বাসের চালক ও তাঁর সহযোগীর সহায়তায় তাঁকে আটক করা হয়েছে।
এ বিষয়ে রাত ১১টায় লালবাগ জোনের ডিসি জাফর হোসেন গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন। তিনি বলেন, আটক ব্যক্তি ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন। তাঁর কাছ থেকে আধা কেজি গান পাউডার, এক বোতল পেট্রল ও তুলা জব্দ করা হয়েছে।
জাফর হোসেন বলেন, রাত ৯টার দিকে মিরপুর থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন জামাল হোসেন। বিষয়টি বুঝতে পেরে বাসের চালক ও তাঁর হেলপার (সহযোগী) তাৎক্ষণিক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাঁকে ধরে ফেলেন।
জাফর হোসেন আরও বলেন, ঘটনাস্থলের কাছে বংশাল থানা-পুলিশের টহলরত দল ছিল। পরে তারা জামালকে আটক করে থানায় নিয়ে আসে। অধিকতর তদন্তের জন্য তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।