ভূমি ও শিল্পাঙ্গনে শুরু হচ্ছে একক শিল্পকর্ম প্রদর্শনী

এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টিছবি: সংগৃহীত

ভূমি গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে শিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের একক চিত্র প্রদর্শনী ‘এপিক জার্নি অব আ মাইগ্রেটরি বার্ড’। লালমাটিয়ার বাড়ি ৬/৪–এর দ্বিতীয় তলায় ভূমি গ্যালারিতে বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পী হামিদুজ্জামান খান।

প্রদর্শনী প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা খোলা থাকবে। চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টি।

প্রদর্শনীর আয়োজন নিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পী পাখির অভিবাসনের ওপর গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। পাখির উড্ডয়ন, নিরবচ্ছিন্ন গতি ও টিকে থাকার সংগ্রামকে নকশা, আকার ও রঙের বিন্যাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী। এই প্রদর্শনী এমন একটি উপাখ্যান, যা দর্শকের দেখার ভঙ্গি বদলে নতুন প্রেক্ষাপট উপলব্ধি করার সুযোগ করে দেবে। সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধির মুহূর্তকে নতুন এক ধারণায় নিয়ে যাবে। মানব অস্তিত্বের অন্তর্নিহিত অর্থ ও শিল্পের মাধ্যমে বিমূর্ত গল্প ফুটিয়ে তুলে উপলব্ধির এক গভীর জগতে নিয়ে যাবে এই প্রদর্শনী। প্রেস বিজ্ঞপ্তি