রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন
রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার পর এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।