পল্লবীতে শিশুসন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা আটক
রাজধানীর পল্লবীর পলাশনগরে জুবায়ের নামে আট বছর বয়সী এক শিশুসন্তানকে হত্যা করার অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত বাবার নাম সেলিম। আজ বৃহস্পতিবার রাতে পল্লবী থানার পুলিশ তাঁকে আটক করে।
পল্লবী থানা–পুলিশ জানায়, শিশু জুবায়ের তার মা-বাবার সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশনগরে থাকত। শিশুটির বাবা সেলিম পেশায় রিকশাচালক। গতকাল বুধবার জুবায়েরের মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়। এ সময় জুবায়েরকে রেখে তার মাকে বাসা থেকে বের করে দেন সেলিম।
পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার শাহিদুল ইসলাম আজ রাতে প্রথম আলোকে জানান, বুধবার রাতে প্রতিবেশীরা দেখতে পান, জুবায়েরকে মারধর করছেন তার বাবা। এ সময় তাঁরা শিশুটিকে না মারার জন্য অনুরোধ করেন। আজ সকালে শিশুটিকে আবার মারধর করা হলে শিশুটির অবস্থার অবনতি হয়। তখন প্রতিবেশী ও সেলিম শিশুটিকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকেই শিশুটির বাবা সেলিমকে আটক করে পল্লবী থানায় আনা হয়। মারধরে শিশুটির একটি পা ভেঙে গেছে।
শিশুটির সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা শাহিদুল বলেন, সেলিম ছেলেকে হত্যার কথা অস্বীকার করেছেন। কিন্তু প্রতিবেশী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে বেরিয়ে এসেছে, সেলিমের মারধরের কারণেই তাঁর শিশুসন্তান মারা গেছে। এটা হত্যাকাণ্ড। এ ব্যাপার তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হবে।