পূর্বাচলে মুরগির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে অন্য একটি গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারানো মুরগির গাড়ির ধাক্কায় মো. সাকিবুল হাসান সাকিব (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। এতে চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। রোববার এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাকিব নরসিংদীর শিবপুর আশরাফিয়া মাদ্রাসার (হাফেজি) শিক্ষার্থী ছিল। আহতরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা হযরত আলীর ছেলে রিয়াজ (৩০), লিটনের ছেলে দিপু (২৩) ও গাড়ির চালক আবদুল হামিদের ছেলে ইমরান হোসেন বাবু (২৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাকিবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সাকিবুলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার হাসেমপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. শরিফ হোসেন। তাঁর পরিবার বর্তমানে তেজগাঁও নাখালপাড়ায় থাকেন। সাকিব থাকত মাদ্রাসায়। তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
নিহতের বাবা তেজগাঁও নাখালপাড়ার মুরগি ব্যবসায়ী মো. শরিফ হোসেন বলেন, ‘সকাল সাতটার মধ্যে মাদ্রাসায় পৌঁছাতে হবে, তাই সাকিবকে ভোরে তেজগাঁও থেকে নরসিংদীর রায়পুরাগামী মুরগির খালি গাড়িতে তুলে দিই। গত বৃহস্পতিবার সে বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে ফিরে যাচ্ছিল।’