পঙ্গু হাসপাতালে আগুন, তাৎক্ষণিকভাবে নির্বাপণ, হতাহত নেই
রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ১২তলা ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ড হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে পাঁচতলার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যার পাশে বৈদ্যুতিক তার থেকে আগুন লাগে। তবে হাসপাতালে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ১০টা ৩২ মিনিটে ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নেভানো হয়। আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই ফায়ার সার্ভিসের কাছে।