২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সুইমিংপুলে লাফিয়ে পড়া নারীসহ আহতদের চিকিৎসায় বোর্ড

গুলশানে বহুতল ভবন থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বাসিন্দাদেরফাইল ছবি

রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

আগুন থেকে বাঁচতে সাততলা থেকে সুইমিংপুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত সামা রহমান সিনহা (৩৮) ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার স্ত্রী।

আরও পড়ুন

ইনস্টিটিউটের সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন বলেছেন, ওপর থেকে নিচে পড়ায় তাঁর শরীরে বিভিন্ন আঘাত রয়েছে। এখানে আসা আরও দুইজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

আজ দুপুর ১২টার দিকে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বসার কথা রয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুয়ায়ী, পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে বলেও জানান সামন্ত লাল সেন।

আরও পড়ুন

হাসপাতালে আসা স্বজনদের সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সামা রহমান সিনহা তাঁর পরিবারের সদস্যদের লিফটে নামিয়ে দেন। গৃহকর্মী ও তিনি পরবর্তী সময়ে লিফটে ওঠেন। লিফট সাততলায় বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় লিফটের কাচের দরজা ফাঁক করে সামা রহমান সিনহা সাততলায় বের হন। সেখানে আগুন তাঁর শরীরের পেছন দিকে লেগে যায়। পরে তিনি বারান্দায় গিয়ে নিচে সুইমিংপুলের পানিতে লাফিয়ে পড়েন।

আরও পড়ুন