বিপিএলের টিকিট কেনা নিয়ে মিরপুরে উত্তেজনা

রাজধানীর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ম্যাচের টিকিট কেনা নিয়ে আজ সোমবার উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে উত্তেজিত লোকজন স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করেন। তাঁদের থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। সড়ক অবরোধেরও চেষ্টা করা হয়। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান এই তথ্য জানান।

আজ বিপিএলের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ আছে। বেলা ১টা ৩০ মিনিটে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। আর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি রংপুর রাইডার্স।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানায়, বিপিএল ম্যাচের টিকিট কিনতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন টিকিট বুথে সারি ধরে দাঁড়ান টিকিটপ্রত্যাশীরা। একপর্যায়ে টিকিট না পেয়ে কিছু লোক উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করেন। তাঁদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। তখন তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করেন। তখন পুলিশ উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসে।

মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

অন্যদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, স্টেডিয়ামের দুই নম্বর ফটকে কিছু লোক টিকিটের জন্য জড়ো হয়েছিল। তখন বিসিবির লোকজন তাঁদের বলেন, এখান থেকে টিকিট দেওয়া হবে না। তখন টিকিটপ্রত্যাশীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।