ঢাকায় তিন দিনব্যাপী যক্ষ্মা সচেতনতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা বিষয়ে সচেতনতা বাড়াতে ইউএসএআইডির পৃষ্ঠপোষকতায় আইসিডিডিআরবির পরিচালনায় প্রথম আলো যক্ষ্মা সচেতনতাবিষয়ক প্রচারণা কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের আটটি এবং রংপুর বিভাগের চারটি জেলায় প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে। জেলাগুলো হচ্ছে রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রাম।
মাঠপর্যায়ে কার্যক্রম শুরুর আগে এই ১২ জেলার প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার ২৪ সদস্যদের নিয়ে রাজধানীর লালমাটিয়ায় তিন দিনব্যাপী একটি আবাসিক কর্মশালার আয়োজন করা হয়।
২২ জুন বৃহস্পতিবার (১ম দিন) সকালে কর্মশালার শুরুতে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান অংশগ্রহণকারীদের সঙ্গে পরিচিতি পর্বের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে কর্মশালায় বাংলাদেশে যক্ষ্মা রোগের বর্তমান অবস্থা ও যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন আইসিডিডিআরবির সহকারী বিজ্ঞানী ও উপপ্রকল্প সমন্বয়ক আরিফা নাজনীন। তিনি অংশগ্রহণকারী বন্ধুদের সামনে যক্ষ্মার ভয়াবহতা নিয়ে আলোচনা শেষে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতিবছর ৩ লাখ ৭৫ হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়। সরকার বিনা মূল্যে যক্ষ্মার রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করলেও যক্ষ্মা আক্রান্তের হার হ্রাস করা যাচ্ছে না। যক্ষ্মা রোগ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি এ রোগ হলে কীভাবে নির্মূল করা যায় এসব নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন আইসিডিডিআরবির রিসার্চ ইনভেস্টিগেটর সাবরিনা চৌধুরী ও উপপ্রকল্প সমন্বয়ক সামসুন্নাহার।
এ ছাড়া দুই দিনের কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পরিষদের সভাপতি উত্তম রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান মাহমুদ। কুড়িগ্রাম থেকে কর্মশালায় অংশ নিতে আসা বন্ধুসভার বন্ধু মোছা. সুরাইয়া আক্তার বলেন, ‘এখানে এসে যক্ষ্মার ভয়াবহতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এলাকায় ফিরে গিয়ে আমার কমিউনিটিতে সচেতনতা বাড়াতে কাজ করব।’ এ ছাড়াও বন্ধুদের মধ্যে নেতৃত্ব বিকাশের জন্য বিভিন্ন গুণাবলি নিয়ে আলোচনা করেন সিকেএইচ নেটওয়ার্কের সিইও মো. কামরুল হাসান।
গতকাল শনিবার (২৪ জুন) কর্মশালার শেষ দিনে সনদ বিতরণ পর্বে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘আমাদের দেশে এখনো যক্ষ্মা সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। আমাদের বন্ধুসভার বন্ধুরা এসব কুসংস্কার দূর করতে সহযোগিতা করবে।’
আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএআইডিস অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ কার্যক্রমের চিফ অব পার্টি পৌল দারু বলেন, ‘আপনারা এলাকায় ফিরে গিয়ে অন্যজনের সঙ্গে আপনাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি অপরজনকে জানাবেন, এভাবে যত বেশি মানুষের মধ্যে পৌঁছাতে পারবেন, আমরা তত বেশি মানুষকে সচেতন করতে পারব।’
সব অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ শেষে কর্মশালার সমাপনী ঘোষণা দেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান।